WhatsApp Image 2021-03-07 at 9.01.21 PM (5)

ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের ৬৫২ টি থানায় আনন্দ উদযাপন সিদ্ধান্ত নেওয়া হয়। সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার সকল থানায় একযোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়। অদ্য ০৭/০৩/২০২১খ্রিঃ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ সুপার জনাব মোঃ মাহবুবুর রহমান পিপিএম -বার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়াও ফরিদগঞ্জ থানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব কাজী মোঃ আবদুর রহীম, হাজীগঞ্জ থানায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, মতলব উত্তর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আসাদুজ্জামান, হাইমচর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব স্নিগ্ধা সরকার, শাহরাস্তি থানায় সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আবুল কালাম চৌধুরী, মতলব দক্ষিণ থানায় শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার জনাব শেহরীন আলম, কচুয়া থানায় শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার জনাব জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন এসময় পুলিশের আহবানে সাঁড়া দিয়ে সকল শ্রেনী পেশার মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ উদযাপন করেন। উক্ত অনুষ্ঠানে UNESCO কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণকে World’s Documentary Heritage এর অংশ ঘোষণা করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এর ভাষণ অনুষ্ঠানে প্রচার ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজিব ওয়াজেদ জয় মহোদয় কর্তৃক আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইকে প্রকাশিত Bangladesh: A Surprise Digital Leader In Asia এর বাংলা অনুবাদ অনুষ্ঠানে পড়ে শোনানো এবং ২০০৯ সাল থেকে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের বিষটি অনুষ্ঠানে তুলে ধরা সহ জাতিসংঘ মহাসচিব Antonio Guterres কর্তৃক বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন বিষয়ক অভিনন্দন বার্তার ভিডিও ক্লিপ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। সবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি হয়।