""ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু হচ্ছে চাঁদপুর ট্রাফিক পুলিশে""
অদ্য ১৫/০৬/২০২১ খ্রিঃ তারিখে চাঁদপুর ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালুর জন্য UCB ব্যাংক ও চাঁদপুর জেলা পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সু্যোগ্য পুলিশ সুপার জনাব মিলন মাহমুদ (বিপিএম-বার) এবং UCB ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব এটিএম তাহমিদুজ্জামান। এছাড়াও চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং UCB ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান “উপায়” এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে বিভিন্ন মামলার কারণে জরিমানার টাকা জমা দেওয়ার জন্য আর ব্যাংকে যেতে হবে না ইউসিবি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান “উপায়” এর মাধ্যমে মূহুর্তে পরিশোধ করা যাবে। গ্রাহক নিজের মোবাইল থেকে অথবা “উপায়” এর এজেন্টদের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন।